মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ২১

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৪ পিএম
মাধবপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক ২১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইটাখলা ও ভেঙ্গাডোবা গ্রামের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ২১জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার ভোররাত পযর্ন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে বেঙ্গাডোবা ও ইটাখোলা গ্রামের কাজল মিয়া (২৮) হুমায়ূন মিয়া (৩০) সুমন মিয়া (২৫) জীন মিয়া (২৪) ইকবাল মিয়া(৩০) বাদল মিয়া (২১) আমিরুল ইসলাম (২৮) সাদ্দাম মিয়া (২৫) সাব্বির হোসেন (২৫) আশিক মিয়া (২৫) হান্নান মিয়া (২৫) সাইফ হোসেন (১৭) তানভীর মিয়া (১৫) জাবেদ মিয়া(২৮) আরমান মিয়া (২২) নুরুল ইসলাম (৪৭) জাহিদ মিয়া (৩৩) ইসমাঈল হোসেন (৩৫) আলমশাহ (৩২) নাজমুল ইসলাম (৩২) ও কামরুল ইসলাম (২০)কে আটক করে। অভিযানে আটক আসামিদেরকে শাহজিবাজার আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়। জানাযায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পযর্ন্ত উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা এবং মোড়াপাড়া গ্রামের লোক জন মাইকে ঘোষনা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্ল্যাসহ ১১পুলিশ এবং উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়। আহতদের মাধবপুর ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও সেনাবাহনীর একটি দল ঘটনাস্থলে পৌছে ৮ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা জানান আটককৃতদের সোমবার বিকাল পুলিশ এসল্ট মামলায় কোডে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে