জামিয়া কাসেমিয়া নাসিরনগর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০২:০৪ পিএম
জামিয়া কাসেমিয়া নাসিরনগর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের জামিয়া কাসেমিয়া মাদ্রাসার ৬তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর থেকে  মধ্য রাত পর্যন্ত মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। চাপরতলা মাদ্রাসার মুহতামিম মাওলানা হাসিবুল হাসান নুরীর সভাপতিত্বে জামিয়া কাসেমিয়া মাদ্রাসার পরিচালক ও  ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদের খতিব,উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি মুখলেছুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শায়খুল হাদীস মুফতি অলিউর রহমান হামিদী বরুণা । বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া‘র মুহাদ্দিস আল্লামা মুফতি মাজহারুল হক কাসেমী, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াত আমীর অধ‍্যাপক একেএম আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বেড়তলা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও  ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা হুসাইন আহমেদ আজাদী, জেঠাগ্রাম মাদ্রাসার মুহতামিম হুসাইন আহমেদ খান,বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক বিএম গিয়াস উদ্দিন।

উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমেদের সঞ্চালনায় ইসলামী মহা সম্মেলনে  আশুগঞ্জ সোনারামপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবদুল বারি ফান্দাউকী, বরুণা মাদ্রাসার  মুহাদ্দিস মাওলানা হাবিবুল মুরসালিন, গোকর্ণ নাজিমে তা‘লীমাত মাদ্রাসার শিক্ষক মাওলানা রায়হান আহমেদ শরীফী,চাপরতলা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক,মাওলানা ফখরুল ইসলাম কাসেমী,মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মুফতি আবুল খায়ের মিসবাহসহ আরো অনেক ওলামায়ে কেরামগণ বয়ান করেন।

বার্ষিক ইসলামী মহা সম্মেলন শেষে আখেরী মোনাজাতে বিশ্বের মুসলিমদের জন্য শান্তি ও কল্যান কামনা করে দোয়া করা হয়। মোনাজাত  পরিচালনা করেন মাওলানা হাসিবুল হাসান নুরী।

আপনার জেলার সংবাদ পড়তে