বেনাপোল সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০২:১৫ পিএম
বেনাপোল সীমান্তে নেশাজাতীয় সিরাপ ও চোরাচালান পণ্যসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের নেশাজাতীয় উইনসিরেক্স  (ডওঘঈঊজঊঢ) সিরাপ ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। এসয় আবু ইব্রাহীম (২৩) নামে ভারতীয় পাসপোর্টধারী এক নাগরিককে আটক করা হয়।

আটক আবু ইব্রাহীমের বাড়ি কলকাতার খিদিরপুর ইকবালপুর এলাকায়।  

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

তিনি জানান, সোমবার রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় পাসপোর্টধারী এক নাগরিক বাংলাদেশে প্রবেশের পর আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। এসময় তার ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় উইনসিরেক্স  (ডওঘঈঊজঊঢ) সিরাপ, ভারতীয় শাড়ি-থ্রিপিস, শাল-চাদর, ঘড়ি, কীটনাশক ও কসমেটিকস সামগ্রী পাওয়া যায়।

জব্দ করা এসব চোরাইপণ্যের মূল্য প্রায় ১০ লাখ টাকা।

আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। সীমান্ত এলাকা চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।

আপনার জেলার সংবাদ পড়তে