জুলাই জাতীয় সনদ অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। তা না হলে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে। আগামী ৪ ডিসেম্বর ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে সমমনা ইসলামী ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে ইতিহাসের সর্বোচ্চ লোকের সমাগম গঠবে বলেও জানান নেতৃবৃন্দ। ইতোমধ্যে সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্নের পথে বলে জানিয়েছেন ৮ দলীয় জোটের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আগামী ৪ ডিসেম্বর ৮ দলীয় জোটের সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. সামিউল হক ফারুকী। তিনি বলেন, ‘জুলাই সনদে সব দল ও ঐক্যমত কমিশনের স্বাক্ষর হয়েছে। কিন্তু সেই সনদ বাস্তবায়নে নানা রকম অপচেষ্ঠা চলছে। নির্বাচনের সঙ্গে গণভোটের আয়োজন করার উদ্যোগের ফলে গণভোটের কার্যরিতা নানান সমস্যার মুখে পড়েছে।’১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। জনগণ যেনো ভোট দিতে পারে এ অঙ্গীকার যেনো বাস্তবায়ন করা হয়।
ঘোষিত জুলাই সনদের আইনী ভিত্তি , জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গনভোটের দাবী, উচ্চ ও নিন্ম কক্ষে পি.আর পদ্বতীতে নির্বাচন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার দাবীতে বৃহস্পতিবারের এ বিভাগীয় সমাবেশ বলে জানান এ নেতা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, মহানগর সভাপতি কামরুল আহসান এমরুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি ডা. নাসিরুদ্দিন, সহ সভাপতি মাওলানা গোলাম মাওলা ভুইয়া, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম, নেযামে ইসলামীর জেলা সভাপতি অধ্যাপক আজিজুল হক, বিডিডিপি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনসহ ৮ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
’ঘোষিত জুলাই সনদের আইনী ভিত্তি, জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবী, উচ্চ ও নিন্ম কক্ষে পি.আর পদ্বতীতে নির্বাচন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করার দাবীতে বৃহস্পতিবারের এ বিভাগীয় সমাবেশ বলে জানান তারা।