নালিতাবাড়ীতে মদসহ কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৫ পিএম
নালিতাবাড়ীতে মদসহ কারবারি আটক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী আন্ধারুপাড়ার খলচান্দা এলাকায়  অভিযান চালিয়ে নালিতাবাড়ী থানা পুলিশ আমদানি নিষিদ্ধ ভারতীয় ৬৫০ বোতল মদসহ ওয়াসিম মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে । রবিবার (৫ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে খলচান্দা কোচপল্লী ‘আলোর ঘর’ স্কুলের সামনে থেকে মাদকের এ চালান জব্দ ও কারবারীকে আটক করা হয়। আটক ওয়াসিম মিয়া নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া এলাকার ইদ্রীস আলী’র ছেলে । পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদ আসে যে, খলচান্দা কোচপল্লী হয়ে ভারত থেকে চোরাই পথে মাকদের চালান আসবে। পরে রাতেই ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ। রোববার ভোর সাড়ে চারটার দিকে চোরাচালানের একটি সিন্ডিকেট কার্টুনভর্তি ‘ওলড মনক’ ব্র্যান্ডের ১৮০ এমএল ৬০২ বোতল ও একই ব্র্যান্ডের ৩৭৫ এমএল ৪৮ বোতল মদ নিয়ে আসছিল। এসময় তাদের চ্যালেঞ্জ করলে মাদক কারবারীরা বস্তাভর্তি মদের কার্টুন ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ওয়াসিম নামে একজনকে হাতেনাতে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, উদ্ধারকৃত মাদক দ্রব্যের বাজার মূল্য আনুমানিক প্রায় ৭ লাখ টাকা। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার আটক মাদক কারবারি ওয়াসিমকে আদালতে সোপর্দও করা হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে