নাগেশ্বরীতে দুই দিনব্যাপী ড্রিম ফেয়ার

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৮ পিএম
নাগেশ্বরীতে দুই দিনব্যাপী ড্রিম ফেয়ার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া কিশোর-কিশোরী, সফল উদ্যোক্তা ও যুব সংগঠকদের নিয়ে ড্রিম ফেয়ার ২০২৫ উদযাপন করা হয়েছে। আরডিআরএস বাংলাদশে এর আওতায় চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রকল্পের আয়োজনে, এমজেএসকেএস এর বাস্তবায়নে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় দুইদিনব্যাপী এই মেলাউদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহনুর জামান। মেলায় সফল উদ্যোক্তাদের বিভিন্ন স্টলে হস্ত ও কুটির শিল্পের পন্য বিক্রি এবং প্রদর্শনী করেন। এছাড়াও দুই দিনব্যাপী এই মেলায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনাসভায়, নিজের স্বপ্নের সাথে মিল রেখে উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিদের সাথে যোগসূত্র স্থাপন, ড্রিম বোর্ডে নিজের স্বপ্ন ও প্রত্যাশা লিপিবদ্ধ করণ, প্রজেক্ট পার্টিসিপেন্টসদের অংশগ্রহণমূলক সেশন, জীবনের গল্প, নিজের স্বপ্নের কথা বলা, নাচ, গান, কবিতা আবৃত্তি, বিদেশী ভাষা শিক্ষা, বিদেশে জব মার্কেট এবং নিরাপদে বিদেশ যাওয়ার পূর্ব প্রস্তুতি, ক্যারিয়ার কাউন্সিলিং, ইয়ুথ ক্যারিয়ার এবং ডেভেলপমেন্ট, যুবদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও তার প্রμিয়া, কিভাবে সফল সংগঠক ও সামাজিক ব্যবসার উদ্যোক্তা হওয়া যায়, যুবদের মেন্টাল হেলথ এবং ষ্ট্রেস ম্যানেজমেন্ট (আসুন মানসিক স্বাস্থ্যের কথা বলি), প্রত্যন্ত অঞ্চলে স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে কিভাবে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করা সম্ভব, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মী হওয়া, প্রতিকূল পরিস্থিতি ও শারিরীক প্রতিবন্ধকতা স্বত্বেও কীভাবে স্বপ্ন পূরণ করা সম্ভব, যুবদের জন্য আইন সংμান্ত যে সব বিষয় না জানলেই নয়” মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর, ফিলিংস শেয়ারিং, পুরস্কার বিতরনী ও ক্লোজিংসহ বিভিন্ন বিষয়ে প্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রংপুর বিভাগের পরিচালক মো. আবু জাফর, বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত-ই খুদা, এমজেএসকেএস এর পরিচালক  শ্যামল চন্দ্র সরকার, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিষ্ট, শারমিন মমতাজসহ অনেকে। দুইদিনব্যাপী অনুষ্ঠানটি সঞ্চালণা করেন অনন্যা খাতুন, মতাজুর রহমান ও সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী।

আপনার জেলার সংবাদ পড়তে