সিলেটে সিএনজি ভাড়া পুনর্র্নিধারণ : সর্বোচ্চ ১৮০, সর্বনিম্ন ৫০ টাকা

এফএনএস (সিলেট): | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৬ পিএম
সিলেটে সিএনজি ভাড়া পুনর্র্নিধারণ : সর্বোচ্চ ১৮০, সর্বনিম্ন ৫০ টাকা

সিলেট নগরীতে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া পুনর্র্নিধারণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (১ নভেম্বর) রাতে এসএমপি’র অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহের মধ্যে যাতায়াতের জন্য নতুন ভাড়ার তালিকা প্রণয়নে রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজ, ছাত্র-ছাত্রী, সিএনজি মালিক ও শ্রমিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের মতামতও গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবিত ভাড়ার তালিকা (নির্বাচিত পয়েন্ট অনুযায়ী):

৬০ টাকা

বন্দরবাজার/কোর্ট পয়েন্ট থেকে আম্বরখানা, টিলাগড়, এমসি কলেজ, শিবগঞ্জ, হুমায়ূন রশিদ চত্তর, দক্ষিণ সুরমা বাসটার্মিনাল, ওসমানী মেডিকেল, রিকাবীবাজার, মধুশহীদ, ঘাসিটুলা, শেখঘাট, কলাপাড়া, লামাবাজার। এ ছাড়া কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে গোটাটিকর, পাসপোর্ট অফিস, কুশিঘাট

৭৫ টাকা

পাঠানটুলা, মদিনা মার্কেট, সুবিদবাজার, ইসলামপুর, মেজরটিলা বাবনা পয়েন্ট

চন্ডিপুল থেকে জালালপুর বাজার। জেলরোড পয়েন্ট থেকে নোয়াগাঁও, সাদীপুর, সাদাটিকর, বুরহানউদ্দিন মাজার, কুশিঘাট। মোগলাবাজার থেকে জালালপুর বাজার।

৯০ টাকা

আখালিয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয়, কুমারগাঁও বাসটার্মিনাল, রেলস্টেশন থেকে বন্দরবাজার, জিন্দাবাজার, তালতলা, চকের বাজার, সিলাম, মোহাম্মদপুর, বলদী এলাকা, চন্ডিপুল থেকে বন্দরবাজার, সুরমা পয়েন্ট, তালতলা, সোবহানীঘাট, উপশহর, টুকেরবাজার-তেমুখি থেকে আম্বরখানা, সুবিদবাজার, লামাকাজী, মোঘলাগাঁও।

১২০ টাকা

টুকেরবাজার, শাহপরান মাজার গেইট, খাদিম, রেলস্টেশন থেকে ওসমানী মেডিকেল, লামাবাজার, রিকাবীবাজার। আম্বরখানা থেকে বিমানবন্দর, বাদাঘাট, সোনাতলা, মইয়ারচর

শাহপরান মেইন গেইট থেকে আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার। চন্ডিপুল থেকে রিকাবীবাজার, ওসমানী মেডিকেল। জেলরোড পয়েন্ট থেকে মুক্তিরচক, মীরেরচক, মুরাদপুর বাজার

১৫০ টাকা

মাসুকবাজার

কদমতলী থেকে হেতিমগঞ্জ (মেট্রোপলিটনের বাইরে) রেলস্টেশন থেকে আম্বরখানা, সুবিদবাজার, মাজারগেইট।

১৮০ টাকা

বিমানবন্দর, ক্যাডেট কলেজ, বড়শলা, বটেশ্বর, পীরের বাজার, রেলস্টেশন থেকে কুমারগাঁও, টুকেরবাজার। মেন্দিবাগ থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর

বিশ্বনাথ (কামাল বাজার হয়ে)।

সর্বনিম্ন ভাড়া : ৫০ টাকা

মেন্দিবাগ থেকে উপশহর, শিবগঞ্জ।  শাহী ঈদগাহ থেকে আম্বরখানা। বালুচর পয়েন্ট থেকে টিলাগড়।

ঘণ্টা ভিত্তিক ভাড়া

প্রতি ঘণ্টা : ১৫০ টাকা

পরবর্তী ৩০ মিনিট : ৭৫ টাকা

এসএমপি জানায়, এই ভাড়া তালিকা চূড়ান্তকরণের আগে নাগরিকদের মতামত গ্রহণ করা হবে। মতামত প্রদানের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগাযোগ মাধ্যম ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে