পলাশবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বিক্ষোভ

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৭ পিএম
পলাশবাড়ীতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের বিক্ষোভ

শিক্ষক আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় এবং ডিআইএ এর ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়ায় জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর প্রতিষ্ঠান কাতলাসেন কাদেরিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসায় ষড়যন্ত্রমূলক অডিটের উদ্যোগ ও ঘুষ বাণিজ্য বন্ধের দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের সভাপতি পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাঠের বাজার আবু বক্কর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারি অধ্যাপক মো. শফিউল ইসলাম, প্রধান শিক্ষক শাহ্ মো. মাহবুবুল আলম,  ফারুক হোসেন, সহকারি অধ্যাপক আতাউর রহমান, আব্দুল মতিন মিয়া, শিক্ষক ফরহাদ হোসেন, জাহিদ রেজা স্বপন মানিক প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে