খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে এসএসএফ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪০ পিএম
খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালে এসএসএফ
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা এভারকেয়ার হাসপাতালে দায়িত্বে এসে নিরাপত্তা ব্যবস্থা তদারকি শুরু করেন। বিএনপির মিডিয়া সেলের শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এটির আগে সোমবার বিএনপি চেয়ারপার্সনকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করা হয়। এর প্রজ্ঞাপনে তার নিরাপত্তা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী নিয়োগের নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় তার রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

উপদেষ্টা পরিষয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, খালেদা জিয়ার হাসপাতাল চিকিৎসা নির্বিঘ্নে চলতে হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়া তার নিরাপত্তা ও যাতায়াত সুবিধা এবং মর্যাদা বিবেচনায় তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর করতে বলা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন। তবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস হাসপাতালে যাবেন কি না, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা নেই।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি এবং ফুসফুসের জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতার কারণে তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হলে তাকে প্রথমে হাই ডিপেনডেন্সি ইউনিটে রাখা হয় এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, এসএসএফ সদস্যরা হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এবং হাসপাতাল এলাকা জুড়ে ব্যারিকেড বসানো হয়েছে। এতে পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট চিকিৎসকরা নির্বিঘ্নে প্রবেশ করতে পারছেন। এ ছাড়া যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক বুধবার খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যালোচনা করবেন।

এভাবে খালেদা জিয়ার নিরাপত্তা ও চিকিৎসা দুইই রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্ব সহকারে তদারকি করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে