ইন্দুরকানীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মৎস্যজীবী দলের দোয়া

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৫ পিএম
ইন্দুরকানীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মৎস্যজীবী দলের দোয়া

পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (০২ ডিসেম্বর ) বিকাল চারটায় ইন্দুরকানী বিএনপি অফিস কার্যালয় জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন কাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি নাসির সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাংগঠনিক সম্পাদক মাস্তান হাফিজ, সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল-আমিন হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, জিয়ানগর ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাবু প্রমুখ। 

দোয়া মাহফিলে দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতৃবৃন্দ জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তার রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য দেশের মসজিদে মাদ্রাসায় খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি চিকিৎসাধীন রয়েছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে