নীলফামারীতে বুড়িতিস্তা নদী খনন নিয়ে আবারো উত্তেজনা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০১:১৭ পিএম
নীলফামারীতে বুড়িতিস্তা নদী খনন নিয়ে আবারো উত্তেজনা

নীলফামারীর ডিমলায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পকে কেন্দ্র করে আবারো উত্তেজনা দেখা দিয়েছে। নদী খননের কাজে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি আনা এবং একটি অস্থায়ী আনসার ক্যাম্প স্থাপনের পর এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। ২ ডিসেম্বর ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ডোমার-ডিমলা সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী।

চারদিকে বিস্তীর্ণ সবুজ এবং প্রজন্ম ধরে বসবাসরত কৃষকদের ফসলি জমি ঘিরে বুড়িতিস্তা ব্যারাজ এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল জলাধার নির্মাণ উদ্যোগ। এ উদ্যোগের প্রতিবাদে জলঢাকা ও ডিমলার হাজারো মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তাঁদের দাবি বাপ-দাদার সম্পত্তি হিসেবে প্রজন্ম ধরে ভোগদখলে থাকা জমিকে নদী খননের নামে নষ্ট হতে দেওয়া হবে না।

স্থানীয়দের অভিযোগ,জমির সকল কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে কয়েক হাজার মানুষের বিরুদ্ধে একাধিক মামলা করেছে। সমস্যার সমাধানে কয়েক দফা বৈঠক হলেও তা কোনো সুফল বয়ে আনতে পারেনি।

এরই মধ্যে নদী খননের যন্ত্রপাতি আনা এবং আনসার ক্যাম্প স্থাপনের পর সোমবার এলাকাবাসীর পক্ষ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। ফলে উত্তেজনা আরও বাড়তে থাকে।

পরিস্থিতি অবনতির আশঙ্কায় প্রশাসন সর্তক অবস্থানে রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।  ৩ ডিসেম্বর সেখানে গিয়ে দেখা যায় থমথমে অবস্থা। এলাকার লোকজনের দাবি কোন ক্রমেই নদী খনন কাজ করতে দেয়া হবে না। এটি হলে আমরা হাজারো মানুষ বহু সমস্যার সম্মুখিন হব। তাছাড়া জমির কাগজপত্র আমাদের বৈধ রয়েছে। তাহকে জোড় করে কেন পানি উন্নয়ন বোর্ড জমি দখল করবে। এটির সুষ্ঠু বিচারসহ নিরিহ এলাকার লোকজনের নামে মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে