সিলেট মহানগর পুলিশের দ্রুত ও সমন্বিত অভিযানে ডাকাতির মাত্র ২৪ঘন্টার মধ্যে উদ্ধার হলো প্রায় ২০ লাখ টাকার লুট হওয়া মালামাল। একই সঙ্গে ধরা পড়ল সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্য। যার মধ্যে রয়েছে বিএনপি নেতাও। ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষত গ্রেফতার এক বিএনপি নেতার পরিচয়কে কেন্দ্র করে।
সোমবার (০১ ডিসেম্বর) ভোররাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডের লালমাটিয়া-রয়েল সিটি আবাসিক এলাকার সামনে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি কাভার্ড ভ্যানকে লক্ষ্য করে ভয়ঙ্কর ডাকাতি চালায় সশস্ত্র একটি দল। সাদা নোহা ও আরেকটি প্রাইভেট কারে করে আসা ৬-৭ জন ডাকাত চালক ও হেলপারকে মারধর করে, হত্যার ভয় দেখিয়ে কনটেইনার খুলে মালামাল লুট করে এবং হেলপারদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় দ্রুত মামলা রুজু করা হয় (নং-০১/১৫২, তারিখ-০১/১২/২০২৫, ধারা-৩৯৫/৩৯৭)।
ঘটনার পরপরই তথ্যপ্রযুক্তি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ অভিযান শুরু করে। মঙ্গলবার রাত ৩টা ১০ মিনিটে পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী তোবারক হোসেনের নেতৃত্বে পশ্চিমভাগ আবাসিক এলাকা থেকে প্রথম আসামি সাকেল আহমদ (৩৩)-কে গ্রেফতার করা হয়। তার তথ্যের ভিত্তিতে রাত ৩টা ৪০ মিনিটে পূর্ব শ্রীরামপুর এলাকা থেকে আক্তার হোসেন (৩৪) এবং ভোর ৫টা ২৫ মিনিটে সুলতানপুর থেকে রিহাদ আহমেদ (৩৭)-কে আটক করা হয়। এরপর ভোর ৫টা ৪৫ মিনিটে রিহাদের বাড়ির বাউন্ডারি ভেতরে কচুর ঝোপে লুকানো সাত প্যাকেটে ডাকাতির মালামাল উদ্ধার করা সম্ভব হয়।
এসএমপি জানায়, গ্রেফতার তিনজন সিলেট মহানগরসহ আশপাশের এলাকায় নিয়মিত ডাকাতির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ দলের সদস্য। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি মিডিয়া সেলের অ্যাডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তবে গ্রেফতারের পর ঘটনাটি নতুন মোড় নেয় অনলাইনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে রিহাদ আহমদের রাজনৈতিক পরিচয় সংক্রান্ত পুরোনো ছবি ও তথ্য। জানা যায়, তিনি গত সিটি নির্বাচনে ৪২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ট্রাক্টর প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সিলেট মহানগর বিএনপির সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত। আটক তিনজনের মধ্যে দু’জনকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে তোলা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নতুন করে জনমনে আলোচনার জন্ম দিয়েছে।