তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদার জিয়ার সুস্থতা কামনায়,২ ডিসেম্বর রাত ৭টায় উপজেলার মামারীশপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভালুকা সরকারী ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের সাবেক সভাপতি ছাইফুল্লাহ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদ,মজিবুর রহমান মজু, রুহুল আমীন,নাসিরউদ্দিন সরকার,আবুল কালাম আজাদ,সদস্য মাওলানা এসফাকুর রহমান,রাশিদা খাতুন,ইমতিয়াজ আহাম্মেদ বুলবুল,শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ,সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ সুজন,স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহাম্মেদ কাজল সহ ছাত্রদল,যুবদল ও বভিন্ন অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ। পরে উপস্থিত হাজার হাজার নারী পুরুষ মাঝে খাবার পরিবেশন করা হয়েছে। মিলাদ মাহফিল পরিচালনা করেন শাহ মোহাম্মদ সুজন ও তিয়াস মাহমুদ শুভ।