বাগেরহাটের মোল্লাহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে বিএনপির ওয়ার্ড কমিটি নির্বাচন। প্রথম দিন রবিবার দুপুরে উপজেলার ১ নং উদয়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কমিটি নির্বাচন আস্তাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়। উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া জানান, প্রতি ওয়ার্ডের কমিটি নির্বাচনে ১২১ জন ভোটার রয়েছেন। উক্ত ১২১ জনের ভোটের মাধ্যমে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কমিটির অন্যান্য পদ পূরণ করা হবে। তিনি আরো জানান, উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৬৩টি ওয়ার্ড কমিটি নির্বাচনের প্রথম দিনে সকাল ৯টায় শুরু করে ১ নং উদয়পুর, ২ নং চুনখোলা ও ৭ নং আটজুড়ী ইউনিয়নের ২৭টি সম্পন্ন করার পরিকল্পনা ছিল। কিন্তু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে কেবল উদয়পুর ইউনিয়নের সবকটি ওয়ার্ড কমিটি নির্বাচন সম্পন্ন কার্যক্রম চলছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান বলেন, প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন কার্যক্রম শুরু হয়েছে। এরপর ৯টি ওয়ার্ড কমিটির ৪৫৯ জনের ভোটে ইউনিয়ন কমিটি গঠন করা হবে। অনুরূপভাবে উপজেলা ও জেলা কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। উক্ত নির্বাচন মনিটরিং করেন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা বাগেরহাট ১ এর মনিটরিং কমিটির আহ্বায়ক শমসের আলী মোহন ও সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো।