জাতিসংঘ কর্তৃক নির্ধারিত এবারের প্রতাদ্য ‘প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’। এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় প্রতিবন্ধীদের নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বার) সকালে উপজেলা প্রশাসনর ও বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয় সংস্থার আয়োজনে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আগামি ফেব্রুয়ারী মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। আমার ভোট আমার অধিকার। আমার ভোটও মূল্য মান। প্রতিবন্ধীরা কি ভাবে ভোট দিবে তার প্রমান্যচিত্র পদর্শনী করা হয়।সভায় দিনের গ্রুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন,আইএফইএস ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রুমানা আমিন, উপজেলা সমসজ সেবা অফিসার তমল বিশ্বাস, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয় সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি ডাক্তার মো.মাহাবুবুল ইসলাম, এসআই মো.আলমগীর হোসেন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাস গুপ্ত, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয় সংস্থার মিঠু মধু, মিশায়েল স্বরূপ রয় প্রমূখ।
এছাড়াও বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে প্রতিবন্ধীদের নিয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস হলরুমে কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা।