চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪০ পিএম
চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও স্মারকলিপি প্রদান

দিনাজপুরের চিরিরবন্দরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল ৩ ডিসেম্বর বুধবার দুপুর ১২ টায় উপজেলা চত্বরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির দাবি বাস্তবায়ন পরিষদ ও শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে উপজেলার প্রাইমারী বিদ্যালয়ের শিক্ষকগণ জড়ো হয়ে সমাবেশ করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার কাছে স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি দ্রুত বাস্তবায়ন করতে হবে। শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চয়তা দিতে হবে। সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেড এর প্রজ্ঞাপন দ্রুত জারি করতে হবে। শিক্ষক সমাবেশে উপজেলার প্রায় সকল শিক্ষকগণ অংশগ্রহন করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে