ইন্দুরকানীতে বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:১২ পিএম
ইন্দুরকানীতে বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

পিরোজপুরের ইন্দুরকানীতে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। সভা শুরুর আগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান কবির, জিয়ানগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা বিআরডিবি সভাপতি মোঃ ফয়জুল কবির তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পল্লী ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, স্কাউটস সাধারণ সম্পাদক এস এম আহসানুল হক ছগির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, ইন্দুরকানী সরকারি কলেজের প্রফেসর মোঃ জাকারিয়া হোসেন, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল গাজী, প্রেসক্লাব সভাপতি খান মোঃ নাসির উদ্দীন প্রমুখ।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপ-কমিটি গঠন করা হয় এবং কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জাতীয় দিবসগুলো শৃঙ্খলা, শান্তিপূর্ণ পরিবেশ ও মর্যাদাপূর্ণভাবে উদযাপনে করণীয় বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। সভায় বক্তারা সফল আয়োজনের জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

শেষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সকলেই জাতীয় দিবসের সকল কর্মসূচি সাফল্যের সঙ্গে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে