গাইবান্ধার সুন্দরগঞ্জে নবাগত উপজেলা নিবার্হী অফিসার মিজ্ ঈফফাত জাহান তুলির সাথে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি চৌধুরী আল মাহমুদ, উপজেলা সমন্বিলত প্রেসক্লাবের আহবায়ক মো. নজরুল ইসলাম, সদস্য সচিব মো. নুরুন্নবী প্রামানিক সাজু, গণমাধ্যমকর্মী মো. শাহজাহান মিঞা, এ মান্নান আকন্দ, শাহ মো: রেদওয়ানুর রহমান, ঈমান আলী মামুন, খিজির উদ্দিন, জাহিদ কামাল, এম এ মাসুদ, রুবেল মিয়া, আনিছুর রহমান আগুন, রেজাউল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের তথ্য আদান প্রদান, উপজেলায় বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। নবাগত উপজেলা নিবার্হী অফিসার উপজেলার সাবির্ক বিষয়ে গণমাধ্যমকর্মীর সহযোগিতা কামনা করেন। সেই সাথে বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের অনুরোধ জানান। পরে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এর আগে তিনি নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। উপজেলা নিবার্হী অফিসার হিসেবে এটি তাঁর প্রথম কর্মস্থল। তিনি ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাসিন্দা। তাঁর স্বামীও একজন সরকারি কর্মকর্তা।