০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে বিরল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রস্তুতিমূলক সভা বুধবার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ মনছুর আলী এর সভাপতিত্বে সভায় সহসভাপতি সাংবাদিক আতিউর রহমান, বুলবুলে আলম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আরিফ, সদস্য একরামুল হক, জেসমিন জাহান, তানিয়া বিনতে সালাম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় ০৯ ডিসেম্বর বিরল উপজেলার দৃশ্যমান ও উন্মূক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, দিবসটির শুভসূচনা ও আনুষ্ঠানিক উদ্বোধন, মানববন্ধন, দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন ও দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্য নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সকল সরকারি দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধি, বিএনসিসি, গার্ল গাইডস এবং স্কাউটস সদস্যবৃন্দ এবং এনজিও প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। শেষে দুর্নীতি দমন কমিশন কর্তৃক মাঠ পর্যায়ের জন্য প্রণিত কর্মসূচি যথাযথভাবে উদযাপনে বিরল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সজাগ দৃষ্টি কামনা করে কমিটির সভাপতি সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।