পানি ভেবে কীটনাশক পান : শ্রমিকদল নেতার মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম
পানি ভেবে কীটনাশক পান : শ্রমিকদল নেতার মৃত্যু

মোবাইল ফোনে কথা বলতে বলতে ভুল করে পানি ভেবে আগাছা মারার কীটনাশক পান করে ছয়দিন মেডিক্যালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হেরে গেছেন সুমন পাইক (৩৭) নামে এক যুবক।

সুমন পাইক বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. মোশাররফ হোসেন পাইকের ছেলে। সে (সুমন) ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ন-সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মৃত সুমন পাইকের বাবা মোশাররফ হোসেন পাইক জানিয়েছেন-ওইদিন (বুধবার) বাদ যোহর সুমনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সুমন পাইকের স্ত্রী ও চার মেয়ে রয়েছে।

সুমন পাইকের বাবা মোশাররফ হোসেন পাইক আরও জানিয়েছেন-গত ২৬ নভেম্বর দুপুরে বাকাল ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের নিজ মৎস্য ঘেরে শ্রমিকদের সাথে কাজ করছিলো সুমন। কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পানির পিপাসা পায়। এসময় সে (সুমন) মোবাইল ফোনে কথা বলতে বলতে পানি ভেবে আগাছা মারার কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পরে।

প্রথমে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে মুমূর্ষ অবস্থায় সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয়দিন চিকিৎসার পর ২ ডিসেম্বর দিবাগত রাত নয়টার দিকে সুমন মৃত্যুর কোলে ঢলে পরে।

আপনার জেলার সংবাদ পড়তে