তারাগঞ্জে নতুন ইউএনও"র কাজে যোগদান

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) :
| আপডেট: ৪ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৭ পিএম | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৫ পিএম
তারাগঞ্জে নতুন ইউএনও"র কাজে যোগদান

নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ মোনাববর হোসেন পদোন্নতি পেয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। তিনি গত ২ডিসেম্বর  (মঙ্গলবার ) তারাগঞ্জে যোগদান করে প্রথম কার্যদিবস শুরু করেছেন। মোনাববর হোসেন ৩৭ তম বিসিএস  প্রশাসনের একজন ক্যাডার। তিনি ২০১৯ সালের  এপ্রিল মাসে রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে  প্রথম  কর্মজীবন শুরু করেন । সেখানে  ৩ বছর ছিলেন। এরপর তিনি  ব্রাক্ষনবাড়ীয়া জেলার নাসিরনগর  উপজেলার সহকারি কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করেন। এর আগে শিক্ষা জীবনে তিনি ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতোকত্তর পাশ করেন। তার গ্রামের বাড়ি খুলনা সিটি করপোরেশন এলাকার সোনাডাঙ্গা থানায়।

আপনার জেলার সংবাদ পড়তে