কয়রা উপজেলার ২নং গ্রামে অবস্থিত রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। বুধবার বিকাল ৩ টায় সংগঠনের কার্যালয়ে এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ শাহানারা জামাল। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক রাবেয়া খাতুন। এ সময় তিনি বলেন, সংস্থার নিজস্ব উদ্যোগে এলাকার অসহায়, বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা নারীদের আত্ম কর্মসংস্থানের উদ্দেশ্য এবং বেকার সমস্যা দূরীভূত করার জন্য এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষনে এলাকার অসহায় দারিদ্র নারী সদস্যরা অংশ গ্রহন করছেন।