বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দলের নেতাকর্মীরা দোয়া ও মোনাজাত করেছেন।
এসময় বক্তারা বলেন, আমাদের দেশ মাতা দুর সময আমাদের ছেড়ে যাইনি। আমরা আল্লার কাছে দোয়া করি তিনি যেনো আগামীর জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে পারেন। তিনি যেনো দেখ যেতে পারেন তারেক রহমান বাংলাদেশে এসছেন। ফ্যাসিস্ট হাসিনা আমাদের দেশ মাতা খালেদা জিয়াকে কারাগারে রেখে তার শরিরে পয়জনদিয়ে তিলে তিলে মৃতুর দিকে নিয়ে গেছে। চোখের সামনে ছেলেকে নির্যাতন করেছে। তার পরেও তিনি দেশের মানুষের জন্য আন্দোলন করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) ঈশারবাদ আগৈলঝাড়া ফুল্লশ্রী বাইপাস সড়কে উপজেলা শ্রমিক দলের আয়োজনে এক আলোচনাসভার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ও দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দল সভাপতি আল সজল আলাল। এসময় বক্ত্যা রাখেন, উপজেলা যুবদল আহবায়ক শোভন রহমান মনির, বরিশাল জেলা উত্তর যুবদল নেতা সালমা রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মো: মিঠু সরদার, মষ্য আহবায়ক আল আমিন আকোন, মো:সেলিম ফকির, জাতীয় মুযোদ্ধা প্রজন্ম সভাপতি মো:মিঠু মির, উপজেলা ছাত্র দল সাবেক সাধারণ সম্পাদক মো:হেমায়েত তলুদার ,সভা পরিচালনা করেন উগজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক মো: শামিম শিকদার।