ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মিনি কনফারেন্স রুমে বৃহস্পতিবার দুপুর ১২ টায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজিবী দিবস-২০২৫ খ্রিঃ যথাযথ মর্যাদায় উদ্যাপনের জন্য এক প্রস্ততুীমূলক সভা অনুিষ্ঠত হয়েছে। এ প্রস্তুতীমূলক সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন ও উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।
দিবসগুলো স্বার্থক করে গড়ে তোলতে সভায় অন্যান্যর মধ্যে মাতমত পেশ করেন, উপজেলা বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান মোল্যা, মোঃ শাহজাহান শিকদার, এ.জি.এম বাদল আমিন, মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, আবুল কালাম, শাহজাহান খান, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস সবুর কাজল, লিয়াকত আলী লাভলু ও শিক্ষক সামসুদ্দিন আহাম্মেদ প্রমূখ। এ বছর বিজয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনের জন্য দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে বলে জানা যায়।