স্বাধীনতার ৫৪ বছর পর চিলমারী হানাদার মুক্ত দিবস উদযাপন

এফএনএস (মোঃ সিদ্দিকুল ইসলাম সিদ্দিক; চিলমারী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৮ পিএম
স্বাধীনতার ৫৪ বছর পর চিলমারী হানাদার মুক্ত দিবস উদযাপন

কুড়িগ্রামের চিলমারীতে স্বাধীনতার ৫৪ বছর পর আনুষ্ঠানিকভাবে হানাদারমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের  আয়োজনে  বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। ৪ ডিসেম্বর চিলমারী হানাদার মুক্ত দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। 

কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ৭টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় পতাকা ও মুক্তি যোদ্ধা সংসদ পতাকা উত্তোলন করে কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভা কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুর রহিম বীর মুক্তি যেদ্ধার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন,সভার প্রধান অতিথি চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক,মুক্তি যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার,বীর মুক্তিযোদ্ধা রবিউস সামাদ,বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব আব্দুল হাই প্রমূখ। 

আপনার জেলার সংবাদ পড়তে