ক্লিয়ারেন্সের অপেক্ষায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স: ঢাকাস্থ দূতাবাস

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৪ পিএম
ক্লিয়ারেন্সের অপেক্ষায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স: ঢাকাস্থ দূতাবাস
ছবি, সংগৃহিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য  লন্ডনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। 

ঢাকায় কাতারের দূতাবাস জানিয়েছেন, চিকিৎসকদের ক্লিয়ারেন্স পেলেই সেটি চলে আসবে।

দূতাবাসের পাবলিক রিলেশন অফিসার আসাদ রাহমান বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে এই কর্মকর্তা বলেন, “কাতারের অমির এটি অ্যাপ্রুভ করেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য দেশটির আমিরের কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। আমরা এটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছি। উনারা কবে কখন যেতে চায় সেটা জানতে চেয়েছি। এটা চিকিৎসকদের ওপর ডিপেন্ড করছে। উনাদের ক্লিয়ারেন্সের ওপর ডিপেন্ড করে আমাদের ফ্লাইট চলে আসবে।”

আপনার জেলার সংবাদ পড়তে