শৈলকুপায় সার মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে শুরু হয়েছে সেনা অভিযান। অভিযানে বিপুল পরিমাণ ভর্তুকির সার উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যহত রয়েছে। এসময় কৃষি কর্মকর্তা ও পুলিশ উপস্থিত ছিল। এদিকে অভিযানের খবর জানতে পেরে গা ঢাকা দেয় বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজ। তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গুদাম বন্ধ রেখে সটকে পড়েন।
খোঁজ নিয়ে জানা গেছে সার সংকট দেখিয়ে সার ব্যবসায়ীরা কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করার কারণে বৃহস্পতিবার সকালে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান শুরু করে। শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা ও সেনা বাহিনী অভিযান চালিয়ে শৈলকুপার হাইস্কুল রোড সংলগ্ন মেসার্স জীম ট্রেডার্সের মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা ও ১৬৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়েছে। এছাড়া পাইলট স্কুল মার্কেটের একটি গোডাউনে তালাবদ্ধ অবস্থায় ১১০ বস্তা টিএসপি, ও ৭৫বস্তা ডিএপি উদ্ধার করা হয়েছে। তবে মালিক পালিয়েছে।উদ্ধারকৃত সার সেনাবাহিনী ও কৃষি কর্মকর্তা কৃষকদের মাঝে ন্যায্য মূল্য বিতরণ করে।এ ব্যাপারে শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান সরকারি ন্যায্য মূল্যের সার বেশি দামে বিক্রি করার অভিযোগে আমরা অভিযান চালিয়ে দুটি গুদাম থেকে ২৭৫ বস্তা ডিএপি সার ও ৭৫ বার্তা টিএসপি সার উদ্ধার করে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে।