বীরগঞ্জে আগাম শীতে লেপ-তোষক বানাতে ব্যস্ত কারিগররা

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫১ পিএম
বীরগঞ্জে আগাম শীতে লেপ-তোষক বানাতে ব্যস্ত কারিগররা

দিনাজপুরের বীরগঞ্জে আগাম শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হতে শুরু করেছে। রাতের বেলা ও ভোরের দিকে কনকনে  উত্তরের হিমেল হাওয়া বইতে থাকায় উপজেলা জুড়ে শী তে র প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয়রা। ফলে বাজারে দেখা দিয়েছে লেপ-তোষক তৈরির বাড়তি ব্যস্ততা। বর্তমানে ঘরে ঘরে লেপ-তোষক প্রস্তুত ও সংস্কার করতে কারিগরদের কাছে ভিড় বাড়ছে।

উপজেলার পৌর শহরসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার পাল্টাপুর,মুকুন্দপুর, সাতোর, শতগ্রাম ও মোহনপুর বাজারে লেপ-তোষক বানানো কারিগরদের এখন সময় কাটছে কাজের চাপে নাভিশ্বাস উঠার মতো অবস্থায়। সকাল থেকে রাত পর্যন্ত সেলাই মেশিনের শব্দ, তুলা মাড়াইয়ের বাড়তি কর্মযজ্ঞ-সব মিলিয়ে চলছে শীত নিবারণের প্রস্তুতি।

কারিগর মো:সুলতান (৬২) প্রতিবেদকের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর আগাম ঠান্ডা পড়েছে। মানুষ লেপ-তোষক তৈরিতে করতে শুরু করেছে। বাড়িতে পুরোনো তুলা বের করে নতুন কাপড় কিনে কারিগরদের দিয়ে তৈরির অর্ডার দিচ্ছেন অনেকেই।

বীরগঞ্জ পৌর বাজারের লেপ-তোষক কারিগর মো.সাকিল মাহামুদ (২৮) বলেন, এ বছর এখন পর্যন্ত কাজের পরিমাণ গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।আমার ছোট একটি দোকানে ৩ জন কারিগর প্রতিদিন কাজ করি। প্রতিদিন ৬-৮টি লেপ-তোষক তৈরির অর্ডার পাচ্ছি। রাতে দেরি পর্যন্ত কাজ করতে হচ্ছে। তুলা, কাপড়ের দাম বাড়লেও মানুষের কাজের চাহিদা কমেনি। পুরোনো লেপ-তোষক সংস্কারের চাহিদাও বেশি। তুলা তোলে ফাইন করে নতুন করে সেলাই করতে হচ্ছে শীত যত বাড়বে কাজও আরও বাড়বে। এবার আয় ভালো হবে বলে আশা করছি এদিকে ক্রেতা কল্যান ঘোষ বলছেন, আমি নিজের মতো করে তুলা ও কাপড় নির্বাচন করে দাম অনুযায়ী বানিয়ে নেওয়ার সুযোগ থাকায় সন্তুষ্ট ক্রেতারা।

গ্রামের অনেক পরিবার শীত মোকাবেলায় প্রস্তুতি নিতে পুরোনো লেপ-তোষক পরিষ্কার ও নতুন তুলা ঢুকিয়ে নরম করে নিচ্ছেন।বিশেষ করে বাড়িতে শিশু ও বয়স্ক সদস্য থাকায় এখনই শীতের প্রস্তুতি নিতে হচ্ছে বলে জানিয়েছেন অনেকেই।

আপনার জেলার সংবাদ পড়তে