ইন্দুরকানীতে মিনি স্টেডিয়াম নির্মাণকাজের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫২ পিএম
ইন্দুরকানীতে মিনি স্টেডিয়াম নির্মাণকাজের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় ‘উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ-২য় পর্যায় (১ম সংশোধিত)’ প্রকল্পের অধীনে মিনি স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল-উল-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে

মিনি স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আসিব মাহমুদ সজীব ভূঁইয়া। 

এসময় আরও উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ, ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোঃ হাফিজুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা।

প্রকল্পের আওতায় ইন্দুরকানীতে নির্মিতব্য আধুনিক মিনি স্টেডিয়ামে খেলার মাঠ সংস্কার, দুই তলা প্যাভিলিয়ন ভবন, গ্যালারি, ড্রেসিং রুম, সীমানা প্রাচীর, আরসিসি রাস্তা, প্রধান গেট নির্মাণসহ মোট ৯টি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৮ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা।

সংশ্লিষ্টদের মতে, নির্মাণকাজ সম্পন্ন হলে ইন্দুরকানী উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে এবং স্থানীয় খেলোয়াড়দের উন্নত পরিবেশে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ বৃদ্ধি পাবে।

আপনার জেলার সংবাদ পড়তে