ঢাকায় আসলেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ এএম
ঢাকায় আসলেন তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান
ছবি, সংগৃহিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে পৌঁছেছেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে তিনি অবতরণ করেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, দেশে পৌঁছানোর পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রওনা হন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ-খবর নেবেন।

খালেদা জিয়ার চিকিৎসা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তার আসা বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিএনপির শীর্ষ নেতারা। দলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়েছে।

এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে। শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে