বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাগল জবাই

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৪ পিএম
বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাগল জবাই

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদাকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই করা হয়েছে।

রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদারের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মীরগঞ্জ এলাকার লোহালিয়া মদিনাতুল কুরআন কওমি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এর এতিম শিক্ষার্থীদের মাঝে ছাগলের মাংস বিতরণ করা হয়। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার, বিএনপি নেতা মোহাম্মদ সেলিম হাজী, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রাফিল, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকিব হোসেন ইমরান, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফেরদৌস হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় নেতারা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে