বিরলে চোলাইমদ পান করে মাতলামি করার সময় ২ মাদকসেবীকে আটক করেছে স্থানীয় জনতা। সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক দন্ডাদেশ প্রদান করে তাদের থানা পুলিশের নিকট সোপর্দ করেন। দন্ড প্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।
৫ ডিসেম্বর-২০২৫ শুক্রবার সকালে বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বিষ্ণুপুর লোহাডাঙ্গা গ্রামের সালা উদ্দিনের ছেলে মাজেদুর রহমান মাজু (৪৫) ও বোচাগঞ্জ উপজেলার দিঘইর গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে রেজাউল হক রাজা (৪০) রাণীপুকুর ইউনিয়নের রঘুদেবপুর টিনপাড়া গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের চোলাইমদ উৎপাদনকারী টুটু এর বাড়ীতে এসে চোলাইমদ পান করে। চোলাইমদ পানের এক পর্যায়ে বাড়ীর বাহিরে থাকা খড়ের স্তুপে আগুন ধরিয়ে দিলে প্রতিবেশিরা দেখতে পেয়ে তাদের হাতেনাতে আটক করে। সংবাদ পেয়ে বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৯/১(গ) ধারা লঙ্ঘনের দায়ে আটককৃত দুই মাদকসেবীকে ৩৬ এর ৫ ধারা অনুযায়ী ৮ মাসের বিনাশ্রম কারান্ড ও ১০০ টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, ওসি (তদন্ত) আনিছুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিল। এ রিপোর্ট লেখাকালীন বিকালে দন্ডাদেশ প্রাপ্ত দুই মাদকসেবীকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর।
উল্লেখ্য, এর আগে ২৯ নভেম্বর-২০২৫ শনিবার রাত আনুমানিক ১১ টায় কে বা কাহারা রঘুদেবপুর (টিনপাড়া) গ্রামের লড়েনস মিঞ্জ এর ছেলে কর্নেলুস মিঞ্জি (৫৫) এর ৪ বিঘা জমির ধান আনুমানিক মূল্য ২ লক্ষ প্রায় ও গণেশ লাকড়া এর ছেলে কাজল লাকড়া (২৬) এর ১ বিঘা খড়ের স্তুপ আনুমানিক মূল্য ৭ হাজার টাকা প্রায় এবং পরেশ এক্কা এর স্ত্রী দুলালী পান্না (৩৫) এর দশ কাঠা জমির ধান যার মূল্য ৩০ হাজার টাকা প্রায় আগুন ধরিয়ে ক্ষয়ক্ষতি করে। তখন থেকে আগুনের সূত্রপাৎ উদঘাটনে গ্রামবাসী তৎপরতা শুরু করে।