শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত: দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৯ পিএম
শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত: দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। সন্ধ্যা নামলেই চারদিকের বাতাসে লাগে তীব্র শীতের স্পর্শ, আর ভোর পর্যন্ত সেই শীত যেন আরও জমাট বেঁধে ওঠে। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, সকাল ৬টা ও ৯টার পর্যবেক্ষণে একই তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলের পাশাপাশি তেঁতুলিয়াতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২ ডিগ্রি সেলসিয়াসে। যশোরে ১২.৪, বাদলগাছিতে ১২.৫ এবং চুয়াডাঙ্গায় ১২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শ্রীমঙ্গলে শীত যেন হঠাৎ একদম কাছে এসে দাঁড়িয়েছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই বদলে যায় বাতাসের গন্ধ; ঠান্ডায় ভারী হয়ে ওঠা রাত ধীরে ধীরে ছড়িয়ে দেয় শীতের কঠোর পরশ। শ্রীমঙ্গলের শীত অন্য রকম। এখানে শীত শুধু তাপমাত্রায় সীমাবদ্ধ নয়; প্রকৃতির রূপও পাল্টে দেয়। ভোরের আলো ফোটার আগে চা-বাগানজুড়ে নেমে আসে ঘন কুয়াশা-হাতে ছোঁয়া যায় এমন সাদা পর্দা। সূর্যের প্রথম আলো পড়তেই গাছের পাতায় ঝলমল করে ওঠে শিশিরবিন্দু, সবুজের বুকজুড়ে জেগে ওঠে চিকচিকে রূপ। চায়ের রাজধানী যেন শীতের আঁচলে মোড়ানো এক বিশাল সবুজ গ্যালারী।

শীতের আগমনের সঙ্গে সঙ্গে রূপ বদলাচ্ছে শ্রীমঙ্গলের প্রকৃতি। চা-বাগানজুড়ে ভোরের আলোয় ঝিলমিল করে শিশিরভেজা পাতা; ঘাসের ডগায় কণার মতো ঝরে থাকে শিশিরবিন্দু। কুয়াশার পর্দা আর সবুজের মিতালি মিলেমিশে সাজিয়ে তুলছে এক মনোরম শীতের দৃশ্যপট।

বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি মো. মিন্নত আলী জানান, শীত পড়তেই শ্রীমঙ্গলের বাইক্কা বিলে আসতে শুরু করেছে অতিথি পাখি। শীত যত বাড়ছে, তাদের সংখ্যা তত বাড়ছে। কয়েক দিনের মধ্যেই ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি এসে পুরো বিল এলাকা মুখর করে তুলবে বলে তিনি আশা করছেন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, হাওর, খাল, বিল ও শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগানের লেকেও ইতোমধ্যে দেখা মিলছে অতিথি পাখির। তাদের কিচিরমিচির, উড়াউড়ি আর ডানার শব্দে এসব স্থান হয়ে উঠছে প্রানবন্ত।

আপনার জেলার সংবাদ পড়তে