ইন্দুরকানীতে প্রতিপক্ষের মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৩:২০ পিএম
ইন্দুরকানীতে প্রতিপক্ষের মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উত্তর কলারণ গ্রামের রতন কুমার সিকদার প্রতিপক্ষের মিথ্যা মামলা, জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ সুমিত্রা রাণী, বাবুল দত্ত, দুলাল দত্ত, যুগল দত্তসহ কয়েকজন তাঁর কবলা থাকা বাগানবাড়ির জমি দখলের চেষ্টা চালাচ্ছে। গত ২৫ অক্টোবর তারা তাঁর জমির সীমানার বেড়া ও পিলার কাটিয়ে নিয়ে যায় বলেও দাবি করেন তিনি।

রতন সিকদার জানান, স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে মীমাংসার উদ্যোগ নিলেও প্রতিপক্ষ বিষয়টি এড়িয়ে যায়। পরবর্তীতে প্রতিপক্ষ দুলাল দত্ত পিরোজপুর আদালতে ১৬৬/২৫ নং মামলা করেন। এটি উদ্দেশ্যমূলক ও হয়রানিমূলক বলে তিনি অভিযোগ করেন।

এ অবস্থায় তিনি নিজেও ১০৭ ধারায় ২৫৬/২৫ নং মামলা করেন, যেখানে প্রতিপক্ষের ৯ জন মুচলেকা দেন। এরপর প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে তাঁর পরিবারকে হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

রতন সিকদারের অভিযোগ, ২২ নভেম্বর রাতে প্রতিপক্ষ নিজেদের পরিত্যক্ত ঘরে আগুন লাগিয়ে তাঁকে ফাঁসানোর নতুন পাঁয়তারা করে। পরে নিজেদের শরীরে ব্লেড দিয়ে আঘাতচিহ্ন তৈরি করে হাসপাতালে ভর্তি হয় বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা প্রতিনিয়ত হুমকি ও হয়রানির মধ্যে আছি। যেকোনো সময় বড় ক্ষতি হতে পারে। প্রশাসন যেন সুষ্ঠু তদন্ত করে আমাদের ন্যায়বিচার দেয়।” এ বিষয়ে অভিযুক্ত সুমিত্রা রাণীর গ্রামীণফোন নম্বরের শেষ সংখ্যা ৪৩-এ একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, আমরা এই ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে

আপনার জেলার সংবাদ পড়তে