দৌলতখানের নেয়ামতপুর চরে কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ পিএম
দৌলতখানের নেয়ামতপুর চরে কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ভোলার দৌলতখানে মেঘনার বুকে জেগে ওঠা দুর্গম এলাকা নেয়ামতপুর চরে কৃষকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই চরের নারী পুরুষ ও অসহায় কৃষকরা। শুক্রবার দুপুরে নেয়ামতপুর চরের  এক নম্বর কলোনির আশ্রয় কেন্দ্রে এ মানববন্ধন করা হয়।  জানাযায়,  মঙ্গলবার চরে  ভোলার চকেট জামালের নেতৃত্বে ভূমিদস্যু বসির হাওলাদারের সংঘবদ্ধ বাহিনী চরের  সাধারণ  ্কৃষদের উপর হামলা করেছে বলে  অভিযোগ করা হয়েছে ।  হামলাকারীরা সাধারণ কৃষকদের ঘরবাড়ি এবং চাষাবাদী জমিতে উত্তোলন করা টংঘর তছনছ করে ছাগল ভেড়া হাঁস-মুরগি লুটপাট করে নিয়ে গেছে বলে কৃষকরা জানিয়েছেন । চরের তরমুজ চাষী আব্দুস সাত্তার জানান, বসির  হাওলাদার, নিরব  ও শাহিনসহ একদল অস্ত্রোধারী  গুলিবর্ষণ করে ভীতি ছড়িয়ে আমাদের টংঘর ভেঙে ফেলেছে। মমতাজ বেগম জানায়, সাত বছর ধরে চরে স্থায়ীভাবে বসবাস করে আসছি। এখন আমাদেরকে বসির হাওলাদার বাহিনী চর ছেড়ে যেতে বলে হুমকি দিয়ে নির্যাতন করছে। সন্ধ্যার পর এসে আমার তিন বছর বয়সী সন্তানের গলায় রামদা ধরে ভয় দেখিয়ে আমার একটি ভেড়া, হাস মুরগী ও  মালামাল লুট করে নিয়ে গেছে।  সন্ত্রাসী তান্ডবের ভয়ে অনেক পরিবার চর ছেড়ে চলে গেছে। আমরা আমাদের জীবন ও সম্পদের নিরাপত্তা চাই।  চরের রিংকু ও  শাহনাজ বলেন, এখন চরে নিরাপত্তা নাই।  

সাধারণ কৃষকদের পক্ষে হাজি সেলিম বললেন, জলদস্যু, বালুদস্যু ও ভূমিদস্যুেদর হাত থেকে চরবাসিকে নিরাপত্তায় ও নিরাপদে রাখতে  একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছে। আমাদের দাবি চরবাসির নিরাপদ জীবন ও সম্পদ রক্ষায় স্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করা হোক। অভিযুক্ত জামাল চকেট ও  বসির হালদারকে না পাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি। 

নেয়ামতপুর  চরের পুলিশ ক্যাম্পের এসআই মফিজুল ইসলাম জানান,  অস্থায়ী পুলিশ ক্যাম্পের মাধ্যমে ১০ জন পুলিশ চরের সাধারণ মানুষ ও চাষাবাদী কৃষকদের নিরাপত্তায় আমরা সর্বদা নিয়োজিত আছি। 

আপনার জেলার সংবাদ পড়তে