বিএনপি’র যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “শুধু একটি দল নামের সাথে ‘ইসলামিক’ শব্দ লাগালেই ইসলামিক হয়ে যায় না। কাজের মধ্যে ইসলাম থাকতে হয়, মনের মধ্যে ইসলাম থাকতে হয়, নিজের রাজনীতির ভেতর ইসলাম থাকতে হয়।”
তিনি আজ লক্ষ্ণীপুর চকবাজার জামে মসজিদে জুমার নামাজ শেষে ৫ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি’র যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
তিনি আরও বলেন, “মানুষ আজ আমাদের দিকে তাকিয়ে আছে-কবে নির্বাচন হবে, কবে এই অনিশ্চয়তার শেষ হবে। জনগণের এই প্রত্যাশা পূরণ করতে হলে রাজনীতিতে শৃঙ্খলা ও সমঝোতা বজায় রাখা জরুরি। ইনশাআল্লাহ, আমরা সেই সম্যত রাজনীতি ধরে রাখতে পারবো।”
এ্যানি অভিযোগ করে বলেন, শুধু দলের নামের সাথে ইসলামিক শব্দ জুড়ে দিলেই কেউ ইসলামিক হয়ে যায় না। কাজের মধ্যে ইসলাম থাকতে হয়, মনে থাকতে হয়, রাজনৈতিক আচরণের ভেতর থাকতে হয়।”
তিনি আরও বলেন, “মানুষ এখন আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। এত বেশি কথা, এত বেশি চালাকি-এসবের শেষ কোথায়? জনগণ সৎ রাজনীতি চায়, জুলুম নয়, বিভ্রান্তি নয়।” দোয়া মাহফিল শেষে তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন।