মান্দায় সাংবাদিকদের মাঝে জায়নামাজ বিতরণ

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৫ পিএম
মান্দায় সাংবাদিকদের মাঝে জায়নামাজ বিতরণ

নওগাঁর মান্দা উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মাঝে জায়নামাজ বিতরণ করেছেন ভারশোঁ ইউনিয়নের বালিচ গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন। পবিত্র ওমরাহ সম্পন্ন করে দেশে ফিরে তিনি এক অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে জায়নামাজ তুলে দেন।

এ উপলক্ষে শুক্রবার সকালে দেলুয়াবাড়ি বাজারের ধানপট্টি এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

সভায় মান্দা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবাইদুল হক, প্রভাষক নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে