ব্যবস্থায় উদাসিন প্রশাসন

তানোরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৪ পিএম
তানোরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ
রাজশাহীর তানোরে বেশ কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রবাসীর স্ত্রী লিপিআরা খাতুন (৩০) নামের এক ভুক্তভোগী বাদি হয়ে গত ২৪ নভেম্বর তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমন অভিযোগ করার ১২ দিনেও কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উদাসিন রয়েছেন সংশ্লিষ্ট প্রশাসন বলে ভুক্তভোগীর অভিযোগ। অভিযুক্ত ব্যক্তিরা হলেন- উপজেলার জুমারপাড়া গ্রামের বাসিন্দা ও থানা বিএনপির সদস্য সচিব জারজিস মোল্লা, বাধাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলামিন হক পলাশ, একই গ্রামের বিএনপি কর্মী সালাম আলী ও ঝিনারপাড়া গ্রামের বাসিন্দা তাহাসেন আলী। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া মৌজায় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি রয়েছে। যার শ্রেণি ভিটা। পরিমাণ দশমিক শূন্য ৪৯৫ একর। এই সম্পত্তি দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন জুমারপাড়া গ্রামের সেরাজ আলী। তিনি বর্তমানে কাজের সন্ধানে বিদেশ গেছেন। ফলে ওই সম্পত্তি তার স্ত্রী লিপিআরা দেখভাল করেন। কিন্তু সম্প্রতি গত ২০ নভেম্বর দুপুরে ওই জমি বিএনপি নেতা পলাশ মাস্টারের নেতৃত্বে জারজিস মোল্লা, মোয়াজ্জেম হোসেন, সালাম আলী ও তাহাসেন আলী দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে জবর-দখল করে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলে। এতে লিপিআরার যাতায়াতের পথ বন্ধ হয়ে পড়ে। এসব নেতা বিএনপির দলীয় পদের ভয়ভীতি দেখিয়ে পেশিশক্তি বলে এভাবে সরকারি জায়গা দখল করছেন। এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যেকোন মূহুর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। ভুক্তভোগী লিপিআরা বলেন, সরকারি খাস সম্পত্তি হলেও তাদের দখলে রয়েছে। এসুবাদে বহুদিন যাবৎ তারাই দেখভাল করেন। কিন্তু বিএনপি নেতা পলাশ মাস্টার, জারজিস মোল্লা, মোয়াজ্জেম হোসেন, সালাম আলী ও তাহাসেন আলী জবর-দখল করে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে। এতে যাতায়াতের পথ বন্ধ হয়ে পড়েছে। তিনি ওই জায়গা ঘিরতে নিষেধ করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় কালশিরা জখম শ্লীলতাহানি ঘটায়। প্রতিবেশীরা এসে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। তার স্বামী বিদেশে কর্মরত থাকায় বিবাদীগণ তাকে একা পেয়ে মারপিট ও জোর জুলুম করে জায়গা জবর-দখল করেছেন। এমনকি তারা তাকে যেভাবে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে তাতে যেকোনো সময় তারা তার বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এবিষয়ে অভিযুক্ত ব্যক্তি শিক্ষক আলামিন হক পলাশ বলেন, সরকারি জায়গাটি তারা ডিসির মাধ্যমে পেয়েছেন। এজন্য কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছেন। জায়গাটি বর্তমানে তাদের দখলে আছে। কেউ দাবি করলে তো আর ছেড়ে দিতে পারি না বলে এড়িয়ে গেছেন তিনি। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খাঁন বলেন, তিনি বেশ কয়েক দিন বাইরে ছিলেন। অভিযোগ সম্পর্কে অবগত নন। আর সরকারি খাস সম্পত্তি কেউ যদি দখল করে থাকেন বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ইউএনও। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে