দিঘলিয়ায় আন্দোলনরত ৮ দলের সমর্থনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৪ পিএম
দিঘলিয়ায় আন্দোলনরত ৮ দলের সমর্থনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

খুলনায় জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশে যোগ দেওয়ায় একটি মাদ্রাসার ছাত্রদের ক্লাসরূম থেকে বের করে দিয়ে মধ্য রাত পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন মাদ্রাসা কমিটির সভাপতি। শীতের তীব্রতা সহ্য করতে না পেরে কিছু এতিম শিশু ক্ষমা চেয়ে মাদ্রাসায় প্রবেশ করলেও ২০/২৫জন ছাত্র ক্ষমা না চাওয়ায় তাদেরকে মাদ্রাসায় ঢ়ুকতে দেয়া হয়নি। ঘটনাটি ঘটেছে ২ডিসেম্বর দিঘলিয়া উপজেলার  আজিজুল উলুম মোল্লাডাঙ্গা শাহ্ নূরিয়া মাদ্রাসা ও এতিমখানায়। ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে আন্দোলনরত ৮দল।

মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও প্রতিবাদ সমাবেশ সুত্রে জানা গেছে, গত ১ডিসেম্বর খুলনায় জামায়াতে ইসলামীসহ আট দলের মহাসমাবেশ যোগদান করেন দিঘলিয়া উপজেলার  আজিজুল উলুম মোল্লাডাঙ্গা শাহ্ নূরিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা।এ খবর মাদ্রাসার সভাপতি বিএনপি নেতা বিল্লাল মোল্লার কানে পৌঁছালে তেলে বেগুনে জ্বলে উঠেন তিনি। ২ডিসেম্বর সন্ধ্যায় মাদ্রাসায় উপস্থিত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। কিছু  শিক্ষক বিষয়টি বোঝানোর চেষ্টা করলে সভাপতি বিল্লাল মোল্লার লোকজন শিক্ষার্থীদের মাদ্রাসা থেকে বের করে মধ্যে রাত পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন। মধ্য রাতে শীতের তীব্রতা সহ্য করতে না পেরে এতিম শিশুরা সভাপতির কাছে ক্ষমা চাইলে তাদেরকে মাদ্রাসায় প্রবেশের অনুমতি প্রদান করেন। এছাড়া ২০/২৫জন ক্ষমা না চাইলে তাদেরকে হুমকি ধামকি দিয়ে মাদ্রাসা এলাকা থেকে বের করে দেয়।

এদিকে মাদ্রাসা কমিটির সভাপতি বিএনপি নেতা বিল্লাল মোল্লা আলেম ও শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি ধমকির প্রতিবাদে গতকাল বিকালে আন্দোলনরত ৮দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

গাজীরহাটের কোলা বাজার চত্বরে প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আঃ কাদের।

প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য স ম এনামুল হক। 

বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান,দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিসের তেরখাদা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল কাদের, ইসালামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি জাফর মাষ্টার, মোঃ সাজু ইসলামী আন্দোলন, মোঃ ইসমাইল সহ সেক্রেটারি দিঘলিয়া উপজেলা জামায়াত প্রমুখ। এ ব্যাপারে উক্ত মাদ্রাসার সভাপতি বিএনপি নেতা এ প্রতিবেদককে বলেন, মাদ্রাসার কিছু ছাত্র কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে খুলনা সমাবেশে যায়। আমি জানতে পেরে শিক্ষকদের এটা দেখতে বলেছি। এর থেকে বেশী কিছু নয়।

মাদ্রাসার মুহতামিম জানান, ছাত্ররা যখন মাদ্রাসা থেকে গেছে তখন আমি মাদ্রাসায় ছিলাম না। সভাপতি মহোদয় ফোনে আমাকে জানানোর পর আমি ছাত্রদের খাওয়া দাওয়া করিয়ে ঘুমোতে বলেছি। যারা মাদ্রাসায় না এসে বড়িতে গেছে তাদের ব্যাপারে আমার কিচু জানা নেই। তবে তিনি পরে মাদ্রাসায় এসে ছাত্রদের বুঝিয়েছেন এবং তিনি ছাত্রদের নিকট অনুতপ্ত হয়ে ক্ষমা দেয়েছেন।