সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন চাঁদপুর - ৩ সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার (৬ ডিসেম্বর, ২০২৫) তিনি ঢাকার উদ্দেশ্য রওনা হন। আজ রোববার তাঁর চাঁদপুর আসার কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আনোয়ার বাবলু জানান, গত ৩ ডিসেম্বর শেখ ফরিদ আহমেদ মানিক পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। সৌদি আরবে তিন দিন অবস্থান করে উমরা পালন শেষে তিনি রোববার ৭ ডিসেম্বর দেশে আসবেন।
তিনি বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আত্মিক প্রশান্তির উদ্দেশ্যে মানিক ভাই উমরা পালনে গিয়েছেন। সেখানে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করেন এবং নিজের ও সকলের জন্য দোয়া করেছেন। আমরা তার সুস্বাস্থ্য ও নিরাপদ সফরের জন্য সকলের দোয়া কামনা করছি।’
জানা গেছে, পবিত্র ওমরাহ পালন করতে প্রথমে তিনি সরাসরি মদিনায় যান। সেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) রওজা মোবারক জিয়ারত এবং মসজিদে নববীতে নামাজ আদায় করেন।
এরপর মদিনা থেকে মক্কায় এসে পবিত্র ওমরাহ পালনের আনুষ্ঠানিক শুরু করেন তিনি। কাবা শরিফ তাওয়াফ করেন। শেখ ফরিদ আহমেদ মানিক উমরাহ পালন শেষে নিজ নির্বাচনী এলাকায় এসে পুনরায় গণ সংযোগ চালিয়ে যাবেন। ৮ ডিসেম্বর সন্ধ্যায় চাঁদপুর শহরের নিজ বাসভবনে(মনিরা ভবনে) ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করবেন।