আগে দেশের চিনি বিক্রি—তারপর আমদানি: উপদেষ্টা আদিলুর

এফএনএস অনলাইন:
| আপডেট: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ পিএম | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৭ পিএম
আগে দেশের চিনি বিক্রি—তারপর আমদানি: উপদেষ্টা আদিলুর
ছবি, সংগৃহিত

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শনিবার সকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে জানিয়েছেন, “বিদেশ থেকে চিনি আমদানি আপাতত বন্ধ রয়েছে। আগে বিক্রি হবে দেশের চিনিকলের উৎপাদিত চিনি।”

আদিলুর রহমান খান বলেন, “দেশে চিনিকলে উৎপাদিত যে চিনি জমা রয়েছে তা টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। চিনিকলগুলোতে লাভের মুখ দেখাতে হলে চিনি উৎপাদনের পাশাপাশি আরো পণ্য উৎপাদন করতে হবে। চিনিকল থেকে লাভ দ্রুত আসে না। ব্রিটিশ আমলের এসব চিনিকল এখনো সারাদেশের স্বল্প চাহিদার একটি অংশ পূরণ করতে সক্ষম। তাই চিনিকলের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “শুধুমাত্র ভর্তুকি দিয়ে চিনিকল চালানো সম্ভব নয়। এজন্য স্থানীয় ও বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। এরইমধ্যে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ চলছে এবং অল্প সময়ের মধ্যেই ইতিবাচক অগ্রগতি দেখা যাবে।”

দেশীয় উদ্যোক্তাদের প্রতি আমাদের আগ্রহ বেশি। তারা যেন সহযোগী হিসেবে এগিয়ে আসে, সেজন্য আলোচনাও চলছে বলেও জানান শিল্প উপদেষ্টা।

উত্তরা গণভবন বিষয়ে উপদেষ্টা বলেন, “রেওয়াজ অনুযায়ী প্রতিটি সরকারের সময় উত্তরা গণভবণে একটি করে সভা হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন গণভবনটি অবহেলিত ছিল।”

আপনার জেলার সংবাদ পড়তে