শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা

এফএনএস (মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; পীরগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৭ পিএম
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা

২০২৪ সালের ‎কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের প্রথম শহীদ তৎকালীন সময়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী ছাএ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে  উপজেলার ০৫ নং মদনখালী ইউনিয়নের বাবুনপুরে তিনি শহীদ আবু সাঈদের কবরে ফাতিহা পাঠ করে জিয়ারত করেন করেন।

‎জিয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি শহীদ আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন।

‎এ সময় উপস্থিত ছিলেন রংপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, আর ও উপস্থিত ছিলেন বিভিন্ন গণ-মাধ্যমে কর্মরত সাংবাদিকরা সহ  সূধীজনরা 

আপনার জেলার সংবাদ পড়তে