সেনবাগে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং উত্তম ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা দিয়েছে ৫নং অর্জুনতলা ইউনিয়ন ছাত্রদল ।
শনিবার সকাল ১০টায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে “মেধা সংবর্ধনা ২০২৫”অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন , টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক , লায়ন্স ক্লাব অব সেনবাগ সেন্ট্রালের সভাপতি ও সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।
অজুনতলা ইউনিযন ছাত্রদল সভাপতি মোঃ মোখলেছুুর রহমানের সভাপতিত্বে ও অজুনতলা ইউনিয়ন ছাত্রদল সেক্রেটারী আমিন উল্লাহ আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, চাচুয়া হাজ্বী আলী আকবর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন, অজুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু ইউসুফ মজুমদার, সাবেক সেক্রেটারী হারুনুর রশিদ, সাবেক সেক্রেটারী হোসেন শহিদ সোহরাওয়ার্দী , ঢাকাস্থ জাতীয়তাবাদি ফোরামের যুগ্ম সম্পাদক মোঃ আবদুল জব্বার মাহাদী, ৫নং অজুনতলা ইউনিয়ন যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ পাটোয়ারী, সেক্রেটারী মোঃ খোরশেদ আলম ভূঁঞা প্রমুখ।
সংবর্ধনায় ৫নং অর্জুনতলা ইউনিয়নের মোট ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্বমননা প্রাইজমানি প্রদান করা হয়। এর মধ্যে জিপিএ-৫প্রাপ্ত ৪ জন, ১৮ জন এ, ও ১৫ জন মাইনাস এ প্রাপ্ত ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষক-অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্রদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ ছিল
প্রধান অতিথির বক্তব্যে লায়ন সৈয়দ হারুন এমজেএফ শিক্ষার্থীদের অনন্য অর্জনের প্রশংসা করে ভবিষ্যতে দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন,নবম শ্রেনীর আগে রাজনীতিতে যুক্ত না হতে আহবান জানিয়ে বলেন, তোমার পড়ালেখা করে দেশ ও জাতির কল্যানে কাজ করবা এটাই কামনা করি।
তিনি সংবর্ধিত শিক্ষার্থীদের বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল তোমাদেরকে সংবর্ধনা দিচ্ছে। এই ছাত্রদল মেধাবেীদের সর্বউচ্চ ফোরাম। তোমরা ভভিষ্যতে জাতীয়তাবাদি ছাত্রদল করবা।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ উল্লেখ্য করে বলেন, তোমার নিশ্চয়ই জানো জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকা কালিন তিনি সম্মানি পেতেন ২৩ শত টাকা এই টাকায় সংসার চালনোর জন্য তিনিবেগম খালেদা জিয়ার হাতে ২হাজার টাকা তুলে দিতেন। বেগম জিয়া ওই টাকা দিয়ে এবং সরকারি রেশনের চাউল-ডাউল, তেল, নুন সহ অন্য জিনিস পত্র দিয়ে সংসার চালাতেন। এবং জিয়াউর রহমানের পুরাতন জামা কাপড় দিয়ে তাদের দুই সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর জামা সেলাই করে দিতেন।
তিনি আরো বলেন, জিয়াউর রহমান ছিলেন দুনীতি মুক্ত। লায়ন সৈয়দ হারুন আরো বলেন, বেগম খালেদা জিয়াও কোন দুনীত মাধ্যমে কোন বাড়ি গাড়ী করেননী। তিনি স্বামীর রেখে যাওয়া একমাত্র বাড়িটি তার সম্বল।
লায়ন সৈয়দ হারুন এমজেএফ, জামায়াতের সমালোচনা করে বলেন, নারী শিক্ষাথীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা পড়ালেখা করছো দেশের উান্নয়নে ভূমিকা রাখার জন্য। কিন্তু জামায়াত তোমাদের ঘরে ডুকিয়ে দেওয়ার জন্য নারীদের ৫ঘন্টা কাজ করার কথা বলছে। কারন তারা চায়না নারীরা কাজ করুক। যেখানে পুরুষরা কাজ করতে হয় ৮ঘন্ট সেখানে নারীদের ৫ঘন্টা কাজ করলে কেউ কি? সমবেতনে কেউ নারীদের কাজে নিবে নিবেনা। এতে করে নারীরা এক সময় কর্ম হারিয়ে ঘরে ডুকে যাবে।