কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলীসহ বেশ কয়েকটি হাওর অধ্যুষিত উপজেলার হাওরগুলোতে নদীর পাড়ের গরীব কৃষকরা ধানী জমিতে কুন দিয়ে পানি দিচ্ছেন তাদের নিজস্ব জমিতে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, হুমাইপুর ইউনিয়নের একটি হাওরে কৃষক আব্দুল কুদ্দুছ খুবই গরিব কৃষক। তিনি তার জমিতে কুন দিয়ে ধানী জমিতে পানি দিচ্ছেন। তিনি একজন গরিব কৃষক। এছাড়াও এ জেলার হাজার হাজার কৃষক গরিব রয়েছে। তারা ডিজেল দিয়ে তাদের জমিতে অর্থের অভাবে পানি দিতে পারছেন না। সেজন্য তারা নিজেরা কায়িকশ্রম দিয়ে জমিতে পানি দিচ্ছেন বলে জানা গেছে।