কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার তারুণ্যের বাজিতপুর সংগঠনের যুবকরা শীত আসার সাথে সাথে পৌরসভা, সরারচর ও ভাগলপুর রেলওয়ে স্টেশন, হুমাইপুরসহ ১১টি ইউনিয়নে অসহায় গরীব দুখীদের মাঝে ৫ শত কম্বল বিতরণ করেন। জানা যায়, এই সংগঠনটি এ বছর ছাড়াও বিগত কয়েক বছর ধরে শীত এবং অসহায় মানুষদের পাশে সর্বময় পাশে এসে দাড়িয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল ১১টার দিকে হুমাইপুর ইউনিয়নে, দুপুরের দিকে বলিয়ারদী ইউনিয়নে অসহায় মানুষদের মাঝে এ কম্বল বিতরণ করেন। তারা বলেন, পুরো শীতের মাঝেই তাদের কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন শামসুল ইসলাম ইমন, আফজাল হোসেন তারেক,রাহাগীর আলম মান্না, নূর ইসলাম ও শফিকুল ইসলাম।