বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ ( সরাইল- আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আপনারা আমাকে দায়িত্ব দিলে জীবনের বাকি সময়টা আপনাদের পেছনেই ব্যয় করব। আল্লাহর চাহেতু আগামীর বাংলাদেশ হবে নতুন প্রজন্মের বাংলাদেশ। তরুন সমাজের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। আর সে জন্যই নতুন প্রজন্ম তথা ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের থাবা থেকে রক্ষার জন্য কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকল প্রকার অন্যায় অপরাধ ও অপকর্ম থেকে এই প্রজন্মকে বিরত রাখতে হবে। আর সেই লক্ষ্যে তাদেরকে পড়ালেখার পাশাপাশি সুস্থ্য বিনোদনের সুযোগ দিতে হবে। খেলাধূলা ও শরীরচর্চা ওই বিনোদনেরই অংশ। তাই খেলাধূলার এমন প্রতিযোগিতা সর্বত্রই অব্যাহত রাখতে হবে। গত রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা উপরোল্লেখিত কথাগুলো বলেন। তিনি বলেন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়তে চাইলে খেলাধুলার কোন বিকল্প নাই। বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রীর, আপোষহীন নেত্রী, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মাঠকে স্টেডিয়ামে রুপান্তর করবেন। আমি যদি আপনাদের ভোটে এই আসনে এমপি নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ তাঁর সেই প্রতিশ্রুতি রক্ষা করব। এই মাঠ হবে একটি আধুনিক স্টেডিয়াম। কাজের মাধ্যমে দেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব। আমি সরাইল-আশুগঞ্জকে মডেল উপজেলায় রুপান্তর করব। দুই উপজেলার চিত্রই পাল্টে দেব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার প্রমূখ।