রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে অবৈধভাবে ব্যক্তি মালিকানাধীন উর্বর কৃষিজমি থেকে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শরিফ (২৬), পিতা- নুর আলী, গ্রাম- দোয়ালীপাড়া, ফাজিলপুর, তারাগঞ্জ, রংপুর-কে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়।
এছাড়াও, এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুইজন ট্রাক্টর চালক ও একজন জমির মালিক ভবিষ্যতে এ ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। তাদের সতর্ক করে দায়মুক্তি দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। এ সময় সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে কৃষিজমির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।