দেশে ফিরার বিষয়ে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে—এটি ব্যক্তিগত: জয়শঙ্কর

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৬ পিএম
দেশে ফিরার বিষয়ে শেখ হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে—এটি ব্যক্তিগত: জয়শঙ্কর
ছবি, সংগৃহিত

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে এক অনুষ্ঠানে বললেন, “ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থানকে তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।”

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেসব ‘পরিস্থিতি’ তাকে ভারতে নিয়ে এসেছে, সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে।”

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনা ‘যতদিন ইচ্ছা’ ভারতে থাকতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ‘এটি ভিন্ন বিষয়। তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি, সেই পরিস্থিতিই তার ভবিষ্যত নির্ধারণে বড় ভূমিকা পালন করবে। আমি আবারও বলছি, এটি এমন একটি বিষয় যেখানে তাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ব্যাপারে জয়শঙ্কর ‘বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার প্রতি ভারতের অবস্থানে’র ওপর জোর দেন।

ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যত নিয়ে আশাবাদ জানান জয়শঙ্কর। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত চায়, যেকোনো দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলণ ঘটুক।’

‘আমি নিশ্চিত, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন, তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ ও পরিপক্ব দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে’, যোগ করেন তিনি।

সূত্র- এনডিটিভি