ফুলবাড়ীতে শিশুদের মেধা বিকাশে শুভেচ্ছা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এফএনএস (ফুলবাড়ী,কুড়িগ্রাম) : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৭ পিএম
ফুলবাড়ীতে শিশুদের মেধা বিকাশে শুভেচ্ছা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ শুভেচ্ছা প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেনের উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিশুদের মেধা বিকাশে শুভেচ্ছা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির ৪৬৪ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

জানা গেছে, কোমলমতি শিশুদের মেধা বিকাশে অন্যান্যবারের মতো এবারও শুভেচ্ছা বৃত্তি পরীক্ষার আয়োজন করেন নিউ শুভেচ্ছা প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন কর্তৃপক্ষ। এবারের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মধ্য থেকে এ গ্রেডে উত্তির্ণ ৪ জন শিক্ষার্থীকে নগদ টাকা, ক্রেস্ট ও সনদ এবং সাধারন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। 

এ ব্যাপারে নিউ শুভেচ্ছা প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেনের পরিচালক আব্দুর রহিম জানান, নিউ শুভেচ্ছা প্রি-ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন নামের শিশু শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রতিষ্ঠা হয়। 

প্রতিষ্ঠার পর থেকে ফুলবাড়ী উপজেলায় শিশুদের মাঝে মান সম্মত শিক্ষার আলো ছড়ানোর জন্য নিজস্ব অর্থায়নে কাজ করে যাচ্ছি আমরা। শিশুদের মেধা বিকাশে শুভেচ্ছা বৃত্তি কাজের একটি অংশ। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে