খুলনার পাইকগাছায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আজিজুর রহমান (৪২) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার সরল খাঁ দীঘিতে গোসল করার সময় পানিতে ডুবে তার করুণ মৃত্যু হয়। মৃত আজিজুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বান্দিকাটী গ্রামের কওসার আলী গোলদারের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে আজিজুর পেশায় একজন চা বিক্রেতা। ঘটনার দিন দুপুরে সে বাড়ির পাশ্ববর্তী সরকারি ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘিতে গোসল করতে যায়। এলাকাবাসীর ধারণা গোসল করার সময় স্ট্রোক করলে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এসময় পুকুরে কেউ ছিল না। পরে বিকাল ৪ টার দিকে পুকুরের পাশের বাসিন্দা আনন্দী নামে এক কিশোরী গোসল করতে গেলে তার পায়ে মৃতের পরিধেয় কাপড় জড়িয়ে যায়। এরপর স্থানীয় লোকজন পুকুরে নেমে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনা শোনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।